প্রশান্তির চিরনিদ্রায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ।

ইসলামী বিশ্বে খ্যাতিমান মুফাসসিরে কুরআন ও আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর।

Aug 14, 2025 - 10:34
Aug 26, 2025 - 10:53
 0  6
প্রশান্তির চিরনিদ্রায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ।
বিশ্বে খ্যাতিমান মুফাসসিরে কুরআন ও আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
প্রশান্তির চিরনিদ্রায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ।

বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই

ইসলামী বিশ্বে খ্যাতিমান মুফাসসিরে কুরআন ও আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

  • সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর।
  • ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই বরেণ্য আলেম রেখে গেছেন ৩ পুত্র, ৪ পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী। জীবদ্দশায় তিনি কারাবন্দি অবস্থায়ই মাকে হারান এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র রফিকুল ইসলাম সাঈদীও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

কারান্তরীণ অবস্থায় রোববার কাশিমপুর কারাগারে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। সেখানেই তিনি শেষ মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সাক্ষীরা জানান, রোববার সন্ধ্যায় হাসপাতালে আনার সময় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার মুহূর্তে আল্লামা সাঈদী হাসিমাখা মুখে উপস্থিত সবাইকে সালাম জানান। সেটিই ছিল পৃথিবীতে তাঁর শেষ হাসি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় জানায়— “চলে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সাবেক সংসদ সদস্য ও ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)। ইসলামের বিশ্বদরবারে সত্য প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। শত নির্যাতনেও তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর মৃত্যু বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য এক গভীর শোকের সংবাদ।”

শোকবার্তায় আরও বলা হয়— “আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর এই বান্দাকে মাফ করুন, রহম করুন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে স্থান দান করুন। তাঁর পরিবার ও স্বজনদেরকে ধৈর্য দান করুন। আমীন।”

পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জন্মস্থান পিরোজপুরে তাঁকে দাফন করা হবে।