ডাকসু নির্বাচন বিষয়ক পিনাকী ভট্টাচার্যের facebook স্ট্যাটাস।

Sep 8, 2025 - 09:51
Sep 8, 2025 - 09:52
 0  3
ডাকসু নির্বাচন বিষয়ক পিনাকী ভট্টাচার্যের facebook স্ট্যাটাস।
ছবি: সংগৃহীত

নিচে হুবহু তুলে ধরা হলো-

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পরে বিরিয়ানি আলম বুঝবে ইলিয়াসকে তার অনেক আগে থেকেই "স্যার" ডাকা উচিৎ ছিলো। বিরিয়ানি আলম রাজনীতির যেই ইস্কুলের ছাত্র, ইলিয়াস তার মাস্টার। 

ন্যারেটিভ কীভাবে পলিটিক্যাল পাওয়ারে রুপান্তরিত হয় সেইটার প্রকাশ হবে ডাকসু নির্বাচনে। বাঙ্গু স্যেকুলার মুক্তিযুদ্ধের চেতনামারানীদের সব প্রেডিকশন ধুলিকনার মতো উড়ে যাবে। সেইসাথে ওদের শিরদাঁড়া দিয়ে একটা শীতল ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাবে। যেভাবে একদিন হাসিনা টের পেয়েছিলো, ওরাও সেটা টের পাবে।

বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভকে চুড়ান্তভাবে পরাস্ত করার এই লড়াইয়ে সৃষ্টিকর্তা আমাদের বিজয়ী হবার তৌফিক দান করুন।

ইনকিলাব জিন্দাবাদ।