জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস নির্বাচন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন—দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ।
এদিনই প্রধান উপদেষ্টা পৃথকভাবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গেও বৈঠকে বসবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। উভয় বৈঠকও যমুনা ভবনেই অনুষ্ঠিত হবে।