"বিয়েতে উকিল বাপ" এ ব্যাপারে ইসলাম কি বলে?
"বিয়েতে উকিল বাপ – ইসলাম কী বলে?" ইসলামী শরিয়তের দৃষ্টিতে "উকিল বাপ" বলে কোনো বৈধ ধারণা নেই।
যতদিন কনে (মেয়ে)-র বাবা জীবিত থাকেন, ততদিন তিনিই তার বৈধ অভিভাবক (ওলি) হিসেবে বিবেচিত হবেন। যদি তিনি না থাকেন, তাহলে শরিয়ত অনুযায়ী অন্য আত্মীয়দের মধ্যে যিনি অভিভাবক হবেন, তারও নির্ধারিত নিয়ম আছে।
তবে মেয়ের অভিভাবক যদি কোনো কারণে নিজে উপস্থিত থাকতে না পারেন, তাহলে তিনি কাউকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে পারেন, যাকে ইসলামী পরিভাষায় বলা হয় **উকিল**—মানে প্রতিনিধি বা মুখপাত্র।
এই উকিল কখনোই "বাপ" বা অভিভাবক হয়ে যান না। অন্য কেউ, বিশেষত গায়রে মাহরাম (যার সঙ্গে বিয়ে বৈধ হতে পারে এমন পুরুষ), যদি উকিল হয়, তাহলে সে মেয়ের সঙ্গে আজীবন গায়রে মাহরামই থাকবে। উকিল হওয়ার কারণে তার মর্যাদা বা সম্পর্কের কোনো শরঈ পরিবর্তন হয় না।
আর বিয়ে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই উকিলের দায়িত্বও শেষ হয়ে যায়। **সুতরাং**, ইসলামী শরিয়ত অনুযায়ী "উকিল বাপ" ধারণাটি একটি সামাজিক রেওয়াজ মাত্র—এর কোনো শরঈ ভিত্তি নেই। বিশেষ প্রয়োজন ছাড়া গায়রে মাহরাম কাউকে উকিল করা যেমন অনুচিত, তেমনি বিয়ের পরও সেই ব্যক্তির সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করা শরিয়ত অনুযায়ী স্পষ্টভাবে নিষিদ্ধ (হারাম)।
তাই মুসলিম নারীদের উচিত, শরীয়তসম্মত নিয়ম অনুসরণ করা এবং "উকিল বাপ" নামক সামাজিক প্রথা পরিত্যাগ করা।