আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল প্যানেলের

Aug 31, 2025 - 21:05
 0  2
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল প্যানেলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেল। এ বিষয়ে ছাত্রদলের প্রার্থীরা এবং আইন ও অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের (সিআরও) কাছে লিখিত অভিযোগ জমা দেন।

পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পরিচালিত ফোকাস কোচিং থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনার নামে খাবার ও উপহার সামগ্রী দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসব কার্যক্রমে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি, জিএস, এজিএসসহ অন্যান্য সদস্যরা জড়িত বলে তিনি দাবি করেন।

এছাড়াও তিনি অভিযোগ করেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ১' এবং 'শিক্ষার্থী সংসদ ২' নামের দুটি ফেসবুক গ্রুপ নির্বাচনকে প্রভাবিত করছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ডাকসু নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছয় দিনের টানা ছুটি ঘোষণা করেছে (শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি সহ), তা অনাবাসিক শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান ছাত্রদল প্যানেলের নেতারা।